Camera Rear: 13.0MP AF + VGA Dual with Flash Front: 8.0MP FF Selfie Camera
Processor: SC9863A Octa-Core 1.6GHz
Display: 6.5” HD+ Waterdrop FullScreen 1600*720
Network: 4G LTE System AndroidTM 9 Pie
এ দিন সকালে ছাপরার প্রচারসভায় তিনি বলেন, ‘বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে সাফ বোঝা গিয়েছে যে, এনডিএ ফের ক্ষমতায় ফিরছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু মানুষ এনডিএ-র প্রতি আপনাদের এই ভালোবাসা সুনজরে দেখছেন না। বিহার নির্বাচনে ভোটের ট্রেন্ড এনডিএ-র জয়ের যে আভাস ইতিমধ্যে দিয়েছে, তাতে তাঁরা হতাশ হয়ে পড়েছেন। তাই তাঁরা মোদীকে গালাগালি দিচ্ছেন। কিন্তু তার জন্য বিহারের মানুষের উপর ক্রোধ প্রকাশ করবেন না।’
রিপ্লেসমেন্ট পলিসিঃ
যে সকল প্রোডাক্টটের মূল্য ২০০০ টাকার বেশি শুধুমাত্র সেগুলোর ক্ষেত্রে কাস্টমার নিম্নের শর্ত সাপেক্ষে প্রোডাক্টটির রিপ্লেসমেন্ট সুবিধা পাবে।
১) প্রোডাক্টের সমস্যার (যেমন : প্রোডাক্ট ভাঙ্গা, ছেঁড়া, ভুল সাইজ, প্রোডাক্ট কাজ না করা, ছবির সাথে প্রোডাক্টের মিল না থাকা ইত্যাদি) ক্ষেত্রে আপনি রিপ্লেসমেন্ট পেতে পারেন।
২) প্রোডাক্টটির বাক্স সহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় থাকতে হবে।
৩) ডেলিভারি গ্রহনের পর সর্বোচ্চ ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে bdshop@gmail.com এ মেইল করতে হবে অথবা +8801734299880নাম্বারে কমপ্লেইন রেজিস্টার করতে হবে।
৪) আপনাকে উক্ত প্রোডাক্টটি ''ব্রাইট ই শপ''এর অফিসে অবশ্যই সর্বোচ্চ ৭ কার্যদিবসের মধ্যে নিজ দায়িত্বে ফেরত পাঠাতে হবে।
৫) প্রোডাক্ট ''ব্রাইট ই শপ'' অফিসে পাঠানোর জন্য সর্বোচ্চ কুরিয়ার চার্জ ঢাকার ভিতরে ৮০ টাকা ও ঢাকার বাইরে ১২০ টাকা কাস্টমারকে ফেরত দেয়া হবে।
বিঃ দ্রঃ
পণ্য ও সার্ভিস সম্পর্কিত কোনো অভিযোগের জন্য আমাদের কমপ্লেইন্ট টীম আপনাকে ফোন করবেন। এ জন্য আপনার অভিযোগটি সমাধান না হওয়া পর্যন্ত আপনাকে আমরা ফোনে সক্রিয় পেতে চাই। আপনার যোগাযোগে দেওয়া নম্বরটি সক্রিয় না থাকলে বিকল্প কোনো নম্বর সক্রিয় থাকতে হবে। রিফান্ডের জন্য আপনাকে টাকাটি ফেরতের মাধ্যম আমাদের জানাতে হবে। আমরা আপনার কোনো প্রকার সহযোগিতা ১৫ কার্যদিবসের মধ্যে ফোনে অথবা ইমেইলে না পেলে আপনার অভিযোগটি নিস্পত্তি বলে মনে করবো।